| |
               

মূল পাতা রাজনীতি রাজনৈতিক অস্থিরতা কাটাতে হাতপাখার বিকল্প নেই : মুফতী ফয়জুল করিম


রাজনৈতিক অস্থিরতা কাটাতে হাতপাখার বিকল্প নেই : মুফতী ফয়জুল করিম


রহমত নিউজ     03 November, 2025     12:31 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী ফয়জুল করিম বলেছেন, চলমান রাজনৈতিক উত্তাপ ও অস্থিরতা থেকে দেশকে মুক্ত করতে হলে হাতপাখার বাতাসে দেশকে ঠান্ডা করতে হবে। জনগণের অধিকার আদায় এবং শান্তিপূর্ণ সমাধান আনতে হাতপাখার বিকল্প নেই।

রবিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজারে পাঁচ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, যারা নৌকা, ধান, লাঙল কিংবা কুড়াল নিয়ে নির্বাচন করে তারা নিজের মার্কার কাজ জানে না। কিন্তু হাতপাখা এমন এক প্রতীক, যা সবাই চালাতে পারে—পুরুষ, নারী, ছোট-বড় সবাই।

মুফতী ফয়জুল করিম আরও বলেন, হাতপাখা মুসলমান, হিন্দু, খ্রিষ্টান—সব ধর্মের মানুষের প্রয়োজন। কারেন্ট ফেল করতে পারে, কিন্তু হাতপাখা ফেল করে না। তাই হাতপাখার বিজয় মানে দেশ ও জাতির বিজয়।

তিনি আরও দাবি করেন, হাতপাখার বিজয় হলে দেশের রাজনীতিতে শান্তি ফিরে আসবে এবং গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি ও ময়মনসিংহ-৮ আসনের হাতপাখা প্রতীক মনোনীত প্রার্থী মুফতি হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।